শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চার শ্রেণি ছাড়া সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক

  |   রবিবার, ০৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   418 বার পঠিত

চার শ্রেণি ছাড়া সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক

২০২৫-২৬ করবর্ষ থেকে চার শ্রেণি ছাড়া সব করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (৩ জুলাই) এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

যারা এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেয়েছেন, তারা হলেন- ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা। শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (যথাযথ সনদ দাখিল সাপেক্ষে)। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক। মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা। তবে, এই চার শ্রেণির করদাতারাও ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫-২৬ করবর্ষ থেকে সব সাধারণ ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হবে। আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত পোর্টাল হলো- www.etaxnbf.gov.bd।

ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে ব্যক্তি করদাতাগণ অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম হন, ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্নকর কমিশনারের অনুমোদন সাপেক্ষে পেপার (কাগজে) রিটার্ন দাখিল করতে পারবেন।

নির্দেশনায় আরো বলা হয়েছে, গত বছর নির্দিষ্ট কিছু শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন অনলাইন বাধ্যতামূলক করার পর ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দেন। করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড কিংবা বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোন মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন।

এছাড়া, অনলাইনে রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে এনবিআরের কল সেন্টার থেকে সহায়তা পাওয়া যাবে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
advertisement

Posted ১:১৪ অপরাহ্ণ | রবিবার, ০৩ আগস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com