শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি

  |   সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   415 বার পঠিত

জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি

চলতি বছর জুলাই-আগস্ট এই দুই মাসে মোট রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। ২০২৪ সালের একই সময়ে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪৫ হাজার ৫ কোটি টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার ২১ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

এনবিআর জানায়, ২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ২৭ হাজার ১৭৪ কোটি টাকা। ২০২৪-২০২৫ অর্থ বছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৩ হাজার ৮৯ কোটি টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে ৪ হাজার ৮৪ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। যার প্রবৃদ্ধির হার ১৮ শতাংশ।

তথ্য অনুসারে, গত আগস্ট মাসে স্থানীয় পর্যায়ের মুসক খাত থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। যার পরিমাণ ১১ হাজার ৮৫ কোটি টাকা। আগের বছর একই সময়ে স্থানীয় পর্যায়ের মুসক খাত থেকে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৮ হাজার ২৮৩ কোটি টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে স্থানীয় পর্যায়ের মুসক আদায়ের প্রবৃদ্ধির হার ৩৩.৮৩ শতাংশ।

আয়কর ও ভ্রমণ কর খাতে চলতি বছর আগস্ট মাসে রাজস্ব আদায় হয়েছে ৮ হাজার ৪৪২ কোটি টাকা, আগের বছর একই সময়ে এই খাত থেকে আদায় হয়েছিল ৬ হাজার ৭৯৮ কোটি টাকা। এ সময় রাজস্ব আদায় বেশি হয়েছে এক হাজার ৬৪৩ কোটি টাকা। এ খাতে প্রবৃদ্ধির হার ২৪.১৭ শতাংশ।

চলতি বছর আগস্ট মাসে আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায় হয়েছে ৭ হাজার ৬৪৭ কোটি টাকা। আগের বছর একই সময়ে এই খাত থেকে আদায় হয়েছিল ৮ হাজার ৭ কোটি টাকা। আইবাস প্লাস প্লাস সিস্টেমে অর্থনৈতিক কোড পরিবর্তনজনিত কারণে কাস্টমস হাউসগুলোর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব চলতি সেপ্টেম্বর মাসে জমা হবার কারণে এই খাতে আগস্ট মাসে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

এনবিআর জানায়, রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির এ ধারাকে আরো জোরালো করতে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মীরা কর নেট সম্প্রসারণ, কর পরিপালন নিশ্চিতকরণ এবং কর ফাঁকি উদঘাটন কার্যক্রম বেগবান করতে নিরলসভাবে কাজ করছে। করদাতাদের আইনের সুষ্ঠু পরিপালনের মাধ্যমে সময়মত যথাযথ পরিমান কর পরিশোধ করে দেশ গড়ার কাজের গর্বিত অংশীদার হবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৭ অপরাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com