
| শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 310 বার পঠিত
ই-রিটার্ন প্রক্রিয়া ব্যবহার করে ব্যক্তি শ্রেণির করদাতাসহ ব্যবসায়ীদের কর প্রদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে আয়োজিত ‘ব্যক্তিগত আয়কর ও ই-রিটার্ন’ শীর্ষক কর্মশালার উদ্বোধনকালে সংগঠনটির সভাপতি তাসকীন আহমেদ এ আহ্বান জানান।
তিনি বলেন, কর রাজস্বের মাধ্যমে সরকার দেশীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। তাই দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে আয়কর জমা দেওয়া প্রত্যেক নাগরিক ও ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব। কর প্রদানের বিদ্যমান প্রতিবন্ধকতা এড়াতে ই-রিটার্ন ব্যবস্থায় ব্যবসায়ীদের আরও সক্রিয় হতে হবে।
তাসকীন আহমেদ আরও জানান, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের জিডিপিতে আয়করের অবদান এখনও অনেক কম। এ অবস্থা থেকে উত্তরণে আয়কর প্রদানের হার বাড়াতে হবে। জনগণকে উৎসাহিত করার পাশাপাশি কর প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই সরকার ই-রিটার্ন ব্যবস্থা চালু করেছে। এ উদ্যোগ কর প্রশাসনে আধুনিকতা আনবে এবং করদাতাদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করবে।
কর্মশালায় আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ই-রিটার্নের ওপর তিনটি সেশন অনুষ্ঠিত হয়। যথাক্রমে হাদি লুৎফুল অ্যান্ড কোং-এর সিইও লুৎফুল হাদি, বিজ সলিউশন লিমিটেডের মো. শফিকুল ইসলাম এবং স্নেহাশীষ মোহাম্মদ অ্যান্ড কোং-এর পার্টনার স্নেহাশীষ বড়ুয়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
ঢাকা চেম্বারের সদস্য প্রতিষ্ঠানগুলোর ৭০ জনেরও বেশি প্রতিনিধি কর্মশালায় অংশ নেন এবং আয়কর ও ই-রিটার্ন প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা অর্জন করেন।
এ সময় ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী এবং সহ-সভাপতি মো. সালিম সোলায়মান উপস্থিত ছিলেন।
Posted ৮:৫১ অপরাহ্ণ | শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity