
| বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 138 বার পঠিত
দেশের ব্যাংকিং খাত পুনর্গঠনের অংশ হিসেবে পাঁচটি ইসলামি ব্যাংক একীভূত করা এবং নয়টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৮ অক্টোবর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়। পরে প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুরের বক্তব্য উদ্ধৃত করে বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের মসৃণ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। সভায় বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, দেশের অর্থনীতি এখন আগের তুলনায় স্থিতিশীল অবস্থায় আছে। বর্তমানে পাঁচ মাসের আমদানির সমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে এবং মূল্যস্ফীতি ১২ দশমিক ৫ শতাংশ থেকে ৮ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে।
তিনি আরও বলেন, “চালের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি সাম্প্রতিক সময়ে কিছুটা স্থিতিশীল থাকলেও এখন তা কমছে। আমরা আশা করছি, সামনে মূল্যস্ফীতি আরও হ্রাস পাবে।”
গভর্নর জানান, খেলাপি ঋণ ২৪ শতাংশে দাঁড়িয়েছে, যা চার থেকে পাঁচ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ব্যাংক খাতের সুষ্ঠু পরিচালনার জন্য পাঁচ ইসলামি ব্যাংককে একীভূত করা হবে এবং নয়টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের প্রক্রিয়া শুরু হবে।
সভায় আরও জানানো হয়, পূর্ব ইউরোপে নতুন শ্রমবাজার সৃষ্টির উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফরে আলবেনিয়া ও কসোভোর নেতাদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছেন। ভিসা প্রক্রিয়ার জটিলতা দূর করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে সভায় জানানো হয়।
এছাড়া জাপান, সিঙ্গাপুর, ইউএই, কোরিয়া ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বিষয়ে আলোচনা চলছে। এজন্য একটি বিশেষ ট্রেড নেগোসিয়েশন টিম গঠন করা হয়েছে এবং সক্ষমতা বৃদ্ধিতে বিশ্বব্যাংক ও এডিবির সহযোগিতা নেওয়া হবে।
সভায় আইসিটি ও এআই খাতে প্রণোদনা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়। পুরনো খাতের প্রণোদনা কমিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তি সংশ্লিষ্ট উদ্যোগে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভায় বলেন, “দেশের অর্থনীতি টেকসই করতে ব্যাংকিং ও প্রযুক্তি খাতের সংস্কার জরুরি। এ দুই খাতেই সক্ষমতা বাড়াতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”
Posted ১০:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity