
| বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 99 বার পঠিত
২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। ব্যবসায়ী ও পেশাজীবীদের দাবি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) যে কোনো সময় এ বিষয়ে নির্দেশনা জারি হতে পারে বলে এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র জানিয়েছে। তৃতীয় দফায় রিটার্ন দাখিলের সময় বাড়লে ব্যক্তিশ্রেণির করদাতা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।
রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কোম্পানি ব্যতীত সকল শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। আগস্ট মাসের পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় নিয়ে দুই দফায় সময় বাড়ানো হয়।
বর্তমানে দেশে এক কোটির বেশি টিআইএনধারী (কর শনাক্তকরণ নম্বরধারী) আছেন। তবে এর মধ্যে প্রতিবছর গড়ে ৪০ লাখের বেশি করদাতা রিটার্ন জমা দেন।
২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে এনবিআর গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম (ই-রিটার্ন) করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়। এখন থেকে ওই সিস্টেম দিয়ে নির্ধারিত চার্জ দিয়ে অনলাইনেই আয়কর পরিশোধ করতে পারবেন করদাতারা।
Posted ১:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity