শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাজস্ব ও ব্যাংক খাতে সংস্কারে বিশ্বব্যাংকের ৫০ কোটি ডলার সহায়তা

  |   শনিবার, ২১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   140 বার পঠিত

রাজস্ব ও ব্যাংক খাতে সংস্কারে বিশ্বব্যাংকের ৫০ কোটি ডলার সহায়তা

বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা ও স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাংক ৫০ কোটি মার্কিন ডলার বাজেট সহায়তা অনুমোদন করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার কোটি টাকা।

শনিবার (২১ জুন) ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সহায়তা অনুমোদন দেওয়া হয়। বিশ্বব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কার, করনীতির স্বচ্ছতা, ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং ই-প্রকিউরমেন্টের মতো ডিজিটাল পদক্ষেপে এই অর্থ ব্যয় করা হবে।

বিশ্বব্যাংকের মতে, এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে সরকারি ব্যয়ের দক্ষতা বাড়বে এবং দুর্নীতি প্রতিরোধে সহায়ক হবে। বিশেষ করে, দুর্বল ব্যাংক ব্যবস্থাপনা ও স্বচ্ছতা ঘাটতির কারণে যে চাপ অর্থনীতিতে তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতেও এ সহায়তা ভূমিকা রাখবে বলে মনে করছে সংস্থাটি।

এর আগে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে আরও ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেওয়ার অনুমোদন দিয়েছে। ফলে চলতি অর্থবছরের শেষ দিন ৩০ জুনের মধ্যে বাংলাদেশ মোট ১০০ কোটি ডলার বাজেট সহায়তা পেতে যাচ্ছে।

এছাড়া, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর বোর্ড সভা আগামী সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে বাংলাদেশ দুটি ঋণ কিস্তিতে আরও ১৩০ কোটি ডলার সহায়তা পেতে পারে।

 

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
advertisement

Posted ২:১৫ অপরাহ্ণ | শনিবার, ২১ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com