
| বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 200 বার পঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে অবৈধভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ বাতিল এবং শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের মাধ্যমে ব্যাংক থেকে পাচার করা অর্থ ফেরতের দাবি জানিয়েছে সচেতন ব্যবসায়ী ফোরাম। এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ফোরামের নেতারা। লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সদস্যসচিব মো. মুস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বারভিডা সভাপতি আবদুল হক, বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের সভাপতি আ. ন. ম. আতাউল্লাহ নাঈম, ও শিল্পোদ্যোক্তা আল মামুন প্রমুখ।
ফোরামের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ২০১৭ সালে এস আলম গ্রুপ জোরপূর্বক ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এবং নিজেদের প্রভাবাধীন কর্মকর্তাদের পদে বসিয়ে ব্যাংকের প্রশাসনিক কাঠামো দুর্বল করে ফেলে। পরবর্তীতে প্রায় ৮ হাজারের বেশি অযোগ্য প্রার্থীকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়, যাদের অনেকেরই যোগ্যতার প্রমাণ নেই।
বক্তারা দাবি করেন, এসব অবৈধ নিয়োগের ফলে ব্যাংকটি প্রতিবছর প্রায় ১,৫০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়ছে, আর সাত বছরে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার কোটি টাকারও বেশি। পাশাপাশি এস আলম গ্রুপ নামে-বেনামে এক লাখ কোটি টাকার বেশি অর্থ পাচার করেছে বলে অভিযোগ করেন তারা।
ফোরামের নেতারা আরও বলেন, দখলের পর ব্যাংকের প্রকৃত শেয়ারহোল্ডারদের শেয়ার জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছে এবং পুঁজিবাজার কর্তৃপক্ষকে ব্যবহার করে মালিকানা কাঠামো পরিবর্তন করা হয়েছে—যা সংবিধানবিরোধী।
সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়;
অবৈধভাবে নিয়োগ পাওয়া সকল কর্মচারীকে অবিলম্বে বহিষ্কার করতে হবে।
নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে মেধাবী ও যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে হবে।
এস আলম গ্রুপের লুট ও পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে।
বাংলাদেশ ব্যাংকের জব্দকৃত এস আলমের শেয়ার লিকুইডেশন করে ব্যাংকের দায় পরিশোধ করতে হবে।
এস আলমের ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পদ বিক্রি করে ক্ষতি পুষিয়ে নিতে হবে।
ব্যবসায়ী ফোরামের নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ যদি দ্রুত এসব দাবি বাস্তবায়ন না করে, তবে তারা প্রধান কার্যালয় ঘেরাওসহ কঠোর আন্দোলনে নামবেন।
Posted ৪:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity