বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

রূপালী ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান মোস্তফা কামরুস সোবহান

  |   মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   151 বার পঠিত

রূপালী ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান মোস্তফা কামরুস সোবহান

রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তফা কামরুস সোবহান। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ২১২তম বোর্ড সভায় তাকে চেয়ারম্যান হিসেবে মনোনিত করা হয়।

বিশিষ্ট শিল্পপতি ও জনহিতৈষী মোস্তফা কামরুস সোবহান ১৯৯৯ সালে যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।পরবর্তীতে শিল্পোদ্যোক্তা মোস্তফা কামরুস সোবহান বীমা, শিক্ষা এবং বস্ত্র ও তৈরী পোশাক শিল্পসহ বিভিন্ন খাতে সমৃদ্ধ অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব প্রদর্শন করে আসছেন।

বর্তমানে তিনি ড্রাগন গ্রুপের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২৩ সালে তিনি বাংলাদেশে উরুগুয়ের প্রথম সম্মানসূচক কনসাল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। যা বাংলাদেশ ও উরুগুয়ের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে মোস্তফা কামরুস সোবহান পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মোস্তফা গোলাম কুদ্দুসের রেখে যাওয়া ঐতিহ্য সংরক্ষণ ও রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে আরো অগ্রসর ও উদ্ভাবনী প্রতিষ্ঠানে রূপান্তরিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
advertisement

Posted ১২:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com