
| রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 403 বার পঠিত
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। সম্প্রতি কোম্পানির ২৮৫তম বোর্ড সভায় সর্বসম্মতভাবে তাকে এ পদে নির্বাচিত করা হয়।
১৯৮২ সালের ৪ জুলাই চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জহিরুল ইসলাম। তিনি অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি ডিগ্রি অর্জন করেন।
পপুলার লাইফ ইন্স্যুরেন্সে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তার। প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দাবি কমিটি, রিয়েল এস্টেট কমিটি ও ইনভেস্টমেন্ট কমিটির সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ব্যবসা-বাণিজ্যে বহুমুখী অবদান রেখে চলা জহিরুল ইসলাম বর্তমানে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ, পিএইচপি স্পিনিং মিলস, পিএইচপি ইস্পাত ও পিএইচপি কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি পিএইচপি এনওএফ কন্টিনিউয়াস গ্যালভানাইজিং মিলস, পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলস, পিএইচপি স্টিল ওয়ার্কস, পিএইচপি ফ্লট গ্লাস ইন্ডাস্ট্রিজ, পিএইচপি পেট্রো রিফাইনারি এবং পিএইচপি এগ্রো প্রোডাক্টস লিমিটেডের পরিচালক হিসেবে যুক্ত আছেন।
শুধু তাই নয়, তিনি দিনা কোল্ড স্টোরেজ, পিএইচপি স্টকস অ্যান্ড সিকিউরিটিজ, বে টার্মিনাল অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, পিএইচপি ফিশারিজ, পিএইচপি লেটেক্স অ্যান্ড রাবার প্রোডাক্টস, পিএইচপি অটোমোবাইলস এবং পিএইচপি মোটরস লিমিটেডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।-বিজ্ঞপ্তি
Posted ৪:২৮ অপরাহ্ণ | রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity