
| মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 241 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেনা ইন্স্যুরেন্স পিএলসি’র পরিচালনা পর্ষদ নতুন চেয়ারম্যান নির্বাচন করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মেজর জেনারেল মো. সাজ্জাদ হোসেন (এসইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএস) কে কোম্পানিটির নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচন করা হয়েছে ।
নতুন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন পরিচালনা পর্ষদের পক্ষ থেকে শেয়ারহোল্ডার, গ্রাহক ও অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
চেয়ারম্যানের বার্তায় তিনি বলেন, শেয়ারহোল্ডারদের আস্থা ও সহযোগিতার কারণেই সেনা ইন্স্যুরেন্স দেশে দ্রুত বর্ধনশীল বীমা কোম্পানিতে পরিণত হয়েছে। তিনি জানান, দক্ষ মানবসম্পদ, আধুনিক তথ্যপ্রযুক্তি অবকাঠামো এবং বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদানে প্রতিষ্ঠান সর্বদা আন্তরিক।
তিনি আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠান ভবিষ্যতেও ইতিবাচক ও টেকসই প্রভাব রেখে সমাজ, ব্যবসা ও ব্যক্তির কল্যাণে কাজ করে যাবে। একই সঙ্গে শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা, কর্মী ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান।
Posted ২:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity