
| সোমবার, ৩০ জুন ২০২৫ | প্রিন্ট | 244 বার পঠিত
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির ৩৮তম বার্ষিক সাধারণ সভা সোমবার (৩০ জুন) অনুষ্ঠিত হয়। ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান রিজওয়ান উর রহমান, পরিচালক, সাইফুল ইসলামসহ কোম্পানির স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা, নিরীক্ষক এবং স্বাধীন নিরীক্ষকেরা। এছাড়া, সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীগণ ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. আব্দুর রহমান।
বাষিক সাধারণ সভায় ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা শেষে আলোচ্য সূচিগুলো শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনসহ শেয়ারহোল্ডারদের জন্য নগদ ১০ শতাংশ হারে লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।
Posted ৬:০৬ অপরাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity