
| মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 268 বার পঠিত
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা ১ সেপ্টেম্বর হাইব্রিড পদ্ধতিতে এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম। সভায় সরাসরি ও ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ভাইস চেয়ারম্যান, বোর্ড অব ডিরেক্টর্সের সদস্যবৃন্দ, শেয়ারহোল্ডারগণ ও কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা সুকুমার চন্দ্র রায়, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন কোম্পানি সেক্রেটারি সোহাগ তালুকদার।
সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদনের মাধ্যমে ২০২৪ অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। সভায় কোম্পানির বার্ষিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়।
সভার কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম তার বক্তব্যে শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা, ব্যবসায়িক অংশীদার ও কোম্পানির কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উন্নতমানের সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।- বিজ্ঞপ্তি
Posted ২:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity