
| মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ | প্রিন্ট | 279 বার পঠিত
এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (০১ জুলাই) হাইব্রিড পদ্ধতিতে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মাজাকাত হারুন।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এবিএম কায়ছার, পরিচালক আরিফুর রহমান, আমির হামজা সরকার সহ, কোম্পানির স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা, নিরীক্ষক এবং স্বাধীন নিরীক্ষকেরা। এছাড়া, সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. বদিউজ্জামান লস্কর, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীগণ ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার স্বতস্পূর্তভাবে অংশগ্রহণ করেন।
বাষিক সাধারণ সভায় ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা শেষে আলোচ্য সূচিগুলো শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনসহ শেয়ারহোল্ডারদের জন্য নগদ ৫ শতাংশ হারে লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।
Posted ৩:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity