
| সোমবার, ১৪ জুলাই ২০২৫ | প্রিন্ট | 466 বার পঠিত
ইস্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ (১৪ জুলাই) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আ.স.ম. ওয়াহিদুজ্জামান। সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, পরিচালক মেজর (অব.) আব্দুল মান্নান, মতিউর রহমান, স্বতন্ত্র পরিচালক তোফাজ্জল হোসেন, এফসিএ, পরিচালক হায়দার আহমেদ খান, এফসিএ, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা এনামুল গণি চৌধুরী, কোম্পানি সচিব কাজী ফারহানাসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিনিয়োগকারীগণ।
বাষিক সাধারণ সভায় ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা শেষে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত নগদ ১৫ শতাংশ লভ্যাংশ প্রদানের বিষয়টি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
Posted ৫:৫৯ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity