
| বুধবার, ৩০ জুলাই ২০২৫ | প্রিন্ট | 485 বার পঠিত
কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ। সভায় আরো উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদ, পরিচালক রিয়াজ উদ্দিন আহমদ, মিসেস রকিবা বানু , মিসেস সবিতা ফেরদৌসী, মিসেস শারমিন নাসির, মিসেস দিলরুবা শারমিন, স্বতন্ত্র পরিচালক মো. হাফিজুল্লাহ এবং স্বতন্ত্র পরিচালক মিসেস মাহবুবা হোসেইন।
সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ. এন. এম. ফজলুল করিম মুন্সি ও প্রধান হিসাব কর্মকর্তা মঈন উদ্দিন, এফসিএস। শেয়ারহোল্ডারগণের সর্ব সম্মতিক্রমে ২০২৪ সালের জন ১০শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।
কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি সমাপ্ত অর্থবছরে ৬৬.৬৪ কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ করতে পেরেছে এবং ২০২৩ সালের প্রিমিয়াম সংগ্রহ ছিল ৬২.২৫ কোটি টাকা। বিগত বছরের তুলনায় ৪.৩৯ কোটি টাকা প্রিমিয়াম বৃদ্ধি পেয়েছে। কোম্পানি ২০২৪ সালে কর পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে ৯.৬৬ কোটি টাকা, মোট সম্পদ বৃদ্ধি পেয়েছে ১৪.০০ কোটি টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১৫ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ২২.৭৫ টাকা। গত বছরের তুলনায় ব্যবসা ও সম্পদ বৃদ্ধি পাওয়ায় চেয়ারম্যান সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।-বিজ্ঞপ্তি
Posted ৭:৩৪ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity