
| বুধবার, ৩০ জুলাই ২০২৫ | প্রিন্ট | 348 বার পঠিত
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার।
সভায় কোম্পানির স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার ফিদা এম কামাল, পরিচালনা পর্ষদের সদস্য, পর্যবেক্ষক হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দীন বিশ্বাস, বহির্নিরীক্ষক, এসইসির প্রতিনিধি, ডিএসই ও সিএসইর প্রতিনিধি, ইনডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার এবং কোম্পানির শেয়ারহোল্ডার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ডিজিটাল প্লাটফর্মে যুক্ত ছিলেন।
সভায় ২০২৫ সালের নিরীক্ষিত হিসাব, বার্ষিক প্রতিবেদন ও সমাপ্ত বছরের জন্য প্রতিটি ১০ টাকার শেয়ারের বিপরীতে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।-বিজ্ঞপ্তি
Posted ১২:৪৮ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity