
| মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 460 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভূক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির ২৫তম বার্ষিক সাধারন সভা মঙ্গলবার (২৬ আগস্ট) অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেয়ারহোল্ডারগণের মাঝে বিতরনের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় কোম্পানির চেয়ারম্যান ছাড়াও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং পরিচালকগনের মধ্যে মিসেস ফারজানা আফরোজ, ওয়ালিদ মোঃ সমুয়েল, ডাঃ মুনাল মাহবুব, সাউথ ইস্ট ব্যাংকের প্রতিনিধিত্বকারী পরিচালক রাশেদুল ইসলাম এফসিএ, বে-লিজিং এর প্রতিনিধিত্বকারী পরিচালক মোঃ এনায়েত কবির, স্বতন্ত্র পরিচালক সৈয়দ সাজেদুল করিম ও মাহফুজুর রহমান সহ মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইমাম শাহীন, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মোঃ রফিকুল ইসলাম সংযুক্ত ছিলেন।
এছাড়া সভায় কোম্পানির শেয়ারহোল্ডারগণও সংযুক্ত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন কোম্পানি সচিব মোঃ আতিক উল্যাহ্ মজুমদার।
সভায় পেশকৃত ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত বছরের বার্ষিক প্রতিবেদনে বর্নিত মতে অবহিত করা হয় যে, ২০২৪ সালে কোম্পানির মোট প্রিমিয়াম আয় ৮১.৩৩ কোটি টাকা, নিট প্রিমিয়াম আয় হয়েছে ৫৫.১৮ কোটি টাকা, অবলিখন মুনাফা হয়েছে ১৩.৪২ কোটি টাকা, কর পূর্ব এবং কর পরবর্তী মুনাফা হয়েছে যথাক্রমে ১৫.৪৩ কোটি ও ৯.৬৮ কোটি টাকা।
এছাড়া সমাপ্ত বছরের কোম্পানির এফ.ডি.আর ও মোট সম্পদের পরিমাণ হলো যথাক্রমে ৬৯.৫৮ কোটি টাকা ও ২৩৩.৬৬ কোটি টাকা। এদিকে, ২০২৪ অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ০৬ পয়সা ও শেয়ার প্রতি নিট সম্পদ মূল্যের পরিমান ২৯ টাকা ৬৩ পয়সা। ২০২৪ সালের আর্থিক বিবরনী বিশ্লেষণ ও বিবেচনায় এশিয়া ইন্স্যুরেন্স ন্যাশনাল ক্রেডিট রেটিং (এনসিআর) কর্তৃক (এএএ) রেটিং প্রাপ্ত একটি কোম্পানি।
সমাপ্ত বছরে বহুমাত্রিক চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া স্বত্বেও শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ প্রদান করতে পারায় কোম্পানির চেয়ারম্যান সন্তুষ্টি প্রকাশ করেন এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন।
এদিকে অনুষ্ঠিত সভায় গ্রুপ-এ পরিচালকগনের মধ্যে আবুল বশর চৌধুরী, মিসেস ফারজানা আফরোজ ও ডাঃ মুনাল মাহবুব এবং গ্রুপ-বি পরিচালকগনের মধ্যে সাউথ ইস্ট ব্যাংকের প্রতিনিধিত্বকারী পরিচালক রাশেদুল ইসলাম, এফসিএ পরিচালক পদে শেয়ারহোল্ডারগণ কর্তৃক পূনঃনির্বাচিত হয়েছেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Posted ৯:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity