
| সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 180 বার পঠিত
দেশের নন-লাইফ বীমা খাতের অন্যতম বর্ষীয়ান ব্যক্তিত্ব এম এ আলী ভূঁইয়া ইন্তেকাল করেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
এম এ আলী ভূঁইয়া ছিলেন এসোসিয়েশন অব ইন্স্যুরেন্স এক্সিকিউটিভস্ (এআইই)-এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা পরিষদের সদস্য। এছাড়া তিনি সাধারণ বীমা করপোরেশনে উচ্চপদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইস্টার্ন ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও সিটি ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্বও পালন করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সন্তান এম এ আলী ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এবং এআইই। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Posted ২:৪৪ অপরাহ্ণ | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity