
| রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 591 বার পঠিত
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম।
তিনি কোম্পানির বিগত বছরের ব্যবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোকপাত করেন।
সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ভাইস চেয়ারম্যান গোলাম ফাতিমা তাহেরা খানম, পরিচালক শাফাফ রহমান সাদ, পরিচালক পর্ষদের সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, প্রধান অর্থ কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন কোম্পানির সেক্রেটারি মো. মিজানুর রহমান। সভায় ২০২৪ সালের বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।-বিজ্ঞপ্তি
Posted ৫:১৬ অপরাহ্ণ | রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity