
| সোমবার, ৩০ জুন ২০২৫ | প্রিন্ট | 188 বার পঠিত
পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪০ তম বার্ষিক সাধারণ সভা সোমবার (৩০ জুন) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী।
এ সময় কোম্পানির ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হকসহ উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, মোহাম্মদ আলী হোসেন, সাইফুল আরেফিন খালেদ, মো. ফরহাদ আহমেদ আকন্দ, কবির আহমেদ, মিসেস ফারজানা জাহান আহমেদ, মো. মাহবুবুর রহমান পাটোয়ারী, মো. আজিজুল হক, মিসেস মনজুরা আহমেদ, ড. জোৎস্না আরা বেগম, স্বতন্ত্র পরিচালক দিলশাদ আহমেদ এবং এম.এম.জি. সারওয়ার, পরান চন্দ্র দেব বর্মন, কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান মো আবুল বাশার,শাহজাদা মাহমুদ চৌধুরী, কোম্পানির উপদেষ্টা প্রকৌশলী এমএইচ খালেদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এসএম আজিজুল হোসেন।
কোম্পানি সচিব শেখ মো. সরফরাজ হোসেন এসিএস এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যাক সাধারণ বিনিয়োগকারী।
সভায় পিপলস ইন্স্যুরেন্সে’র ২০২৪ সালের আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্ন করার সুযোগ দেয়া হয়। যেগুলোর জবাব দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম আজিজুল হোসেন।
বাষিক সাধারণ সভায় ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা শেষে আলোচ্য সূচিগুলো শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় ২০২৪ অর্থবছরের জন্য সাড়ে ১০ শতাংশ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।
Posted ১:২৫ অপরাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity