
আন্তর্জাতিক ডেস্ক | বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ | প্রিন্ট | 62 বার পঠিত
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য নুয়েভো লিয়নে সেন্ট্রিস্ট সিটিজেনস মুভমেন্ট পার্টির নির্বাচনী প্রচার মঞ্চ মঞ্চ ভেঙে ৯ জনের মৃত্যু হয়েছে। আর এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। বুধবার (২২ মে) এটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন রাজ্য গভর্নর। খবর রয়টার্সের।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে স্থানীয় গভর্নর স্যামুয়ের গারসিয়া বলেন, মঞ্চ দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু ছাড়াও ৫০ জন আহত হয়েছেন। মেক্সিকোর সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠান জানায়, আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
সেন্ট্রিস্ট সিটিজেনস মুভমেন্ট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মেনেজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, সান পেদ্রো গারজা গার্সিয়া শহরে হঠাৎ ঝড়ে দলের নির্বাচনী প্রচারণা মঞ্চটি ভেঙে পেড়ে এ দুর্ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ নিজেও। তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ আছেন বলে জানান। তবে তার কর্মীরা হতাহত হওয়ায় তিনি নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন।
এ ঘটনার জন্য গভর্নর গারসিয়া ঝড়-বৃষ্টিকে দায়ী করেন। এছাড়া তিনি স্থানীয় বাসিন্দাদের বজ্রপাত ও ঝড় বৃষ্টি থেকে নিরাপদে থাকতে ঘরে থাকার আহ্বান জানান।
আগামী ২ জুন মেক্সিকোতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলভারেজ মেনেজ। যদিও তিনি দেশটির ক্ষমতাসীন দলের প্রার্থী ক্লডিয়া শিনবাউম এবং দ্বিতীয় অবস্থানে প্রেসিডেন্ট প্রার্থী সোচিটল গালভেজ থেকে অনেক পিছিয়ে আছেন।
Posted ১২:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity