
| সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 184 বার পঠিত
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চতুর্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলামোটরে কোম্পানির প্রধান কার্যালয়ে শনিবার (২৭ সেপ্টেম্বর) সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ।
সভায় সরাসরি এবং ভার্চুয়ালি অংশ নেন কোম্পানির শেয়ারহোল্ডাররা। সভায় ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়। এছাড়া কোম্পানির বিদ্যমান পরিচালকবৃন্দের এক-তৃতীয়াংশ নিয়ম অনুযায়ী অবসর গ্রহণ করেন এবং পুনঃনির্বাচিত হন। একইসঙ্গে ২০২৫ সালের জন্য নিরীক্ষক নিয়োগ দেওয়া হয়।
সভায় কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ জামাল হাওলাদার। ব্যবসায়িক কার্যক্রম ও সার্বিক সাফল্যের জন্য শেয়ারহোল্ডারগণ সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির মার্কেটিং ও ব্যবস্থাপনা টিমকে ধন্যবাদ জানান। সভা শেষে কোম্পানির অগ্রগতি ও সফলতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। -বিজ্ঞপ্তি
Posted ১২:৩৩ অপরাহ্ণ | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity