
| সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 162 বার পঠিত
বাংলাদেশের তরুণ প্রজন্মের সম্মিলিত প্রচেষ্টায় দেশ একদিন উন্নত, মানবিক ও উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
ড. ইউনূস বলেন, দেশের যুব সমাজ উদ্যমী ও উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হলে কোনো প্রতিবন্ধকতা তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না। তরুণরাই দেশের মূল চালিকাশক্তি তাদের সক্রিয় অংশগ্রহণে স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায়বিচারে ইতিবাচক পরিবর্তন সম্ভব।
তিনি আরও বলেন, চলমান বৈশ্বিক চ্যালেঞ্জ যেমন জনস্বাস্থ্য সংকট, পরিবেশগত সমস্যা এবং শিক্ষা খাতে বৈষম্যের মোকাবিলায় তরুণদের নেতৃত্ব গ্রহণ করতে হবে। স্বেচ্ছাসেবা শুধু আর্তমানবতার কল্যাণের জন্য নয়, এটি আত্মউন্নয়ন, চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম। এ অভিজ্ঞতা তরুণদের সমাজে নীতি নির্ধারক, উদ্ভাবক এবং পরিবর্তনের স্থপতি হিসেবে আত্মপ্রকাশে সহায়তা করবে।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণে তরুণদের ক্ষুদ্র প্রচেষ্টা হাজারো মানুষের জীবন বদলে দিতে পারে এবং দেশের উন্নয়নে বড় প্রভাব ফেলতে পারে। তাই তরুণদের মেধা, উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের দক্ষতা ব্যবহার করে সমাজ ও রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি তরুণ যদি নিজ নিজ অবস্থান থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করে, তবে অচিরেই বাংলাদেশ উন্নত ও মানবিক রাষ্ট্রে পরিণত হবে।
এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ১২ তরুণকে ইয়্যুথ অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করেন ড. ইউনূস। পুরস্কারপ্রাপ্তরা প্রত্যেকে নগদ এক লাখ টাকা বা প্রাইজবন্ড, একটি সম্মাননা ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট গ্রহণ করেন।
Posted ১২:৫৪ অপরাহ্ণ | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity